মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনার সময়ে ৫ কোটি শিক্ষার্থী শিক্ষার সুযোগ পেয়েছে। অনলাইনে ক্লাসের সুবিধা পেয়েছে। ডিজিটাল মাধ্যমে ও সংসদ টেলিভিশনের মাধ্যমে শিক্ষার সুযোগ পেয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া উপজেলায় হাইটেক পার্কসহ উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, করোনার নিবন্ধন সরকার বিনা মূল্যে করে দিয়েছেন। আইসিটি বিভাগ এ কাজটি করেছে। লাল ফিতার দৌরাত্ম্য দূর করতে ই-নথির ব্যবস্থা করেছে সরকার। এক কোটির ওপর ফাইল সম্পাদন করা হয়েছে। বাংলাদেশ সর্বোচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। মাথা পিছু আয় বেড়েছে।
সভায় সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে আইটি হাইটেক পার্ক নাটোরের প্রকল্প পরিচালক একেএএম ফজলুল হক, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নাটোরের প্রকল্প পরিচালক মো. মোস্তফা কামাল (যুগ্ম সচিব) হাইটেক পার্কের পরিচালক ডা. বিকেন্দ ঘোষ, শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান প্রমুখ।