শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে জাল নোটসহ এক জাল টাকার কানবারি আটক হয়েছে। আটক জাল টাকার কাবারির নাম কামরুল ইসলাম। সে কুলাউড়া পৌর এলাকার মাগুরা এলাকার আবাদুর রহমানের বাগানবাড়ীর ভাড়াটিয়া। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই মোঃ শাহ আলম, এএসআই আবু আহমেদ সুজন অভিযান চালিয়ে আবাদুর রহমানের বাগানবাড়ী থেকে আটক করে। এসময় আটককৃতের শরীর তল্লাশী করে ৫হাজার ৫০০টাকার জালনোট উদ্ধার করে পুলিশ। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, জাল টাকা কারবারি কামরুল ইসলাম জাল টাকার নোট আসল টাকার নোট হিসাবে উপজেলার হাট-বাজারের ও বিভিন্ন দোকানে প্রতাণা করে আছিল। পুলিশের কাছে এমন খবর থাকায় জালনোটসহ তাকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে বিশেষ মতা আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।