
মোঃজাকির হোসেন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর সৈয়দপুরে শীর্তাত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বির্তরণ করা হয়েছে। শনিবার (৫ফেব্রুয়ারী) সকালে সৈয়দপুর শহরের পৌরসভা রোডের আদিবা কনভেনশন সেন্টারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজন করে কেয়ার এইড ১২ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য কুতুবউদ্দিন, পাপ্পু বাকসী,খালিদ আজম,আসিফ ওমর,সাহাব উদ্দিন, সোহেল প্রমুখ।