মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ দুইদিন বিরতি দিয়ে আজ আবার মাথে গড়াচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পেরিয়া আজ থেকে বিপিএল মহারণ শুরু হচ্ছে চায়ের দেশ সিলেটে।
সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হবে টেবিলের শীর্ষ দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ফরচুন বরিশাল। দিনের আরেক ম্যাচে বিকাল সাড়ে ৫টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স আর সিলেট সানরাইজার্স।
এবার ঢাকায় দ্বিতীয় পর্বের শেষদিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় নিজ নিজ ম্যাচে মাথে নামা হয়নি কুমিল্লা বা বরিশালের কারোরই। ৬ ম্যাচে ৪ জয়, ১ হার আর শেষ ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে থেকেই সিলেটে পা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
অন্যদিকে প্রথম তিন ম্যাচের মধ্যেই দুটিতে হেরে গেলেও তারপর টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
আজকের ম্যাচে যেই দলই জিতুক তাদের সামনেই সুযোগ টেবিলের শীর্ষস্থানে একক আধিপত্য করে নিয়ে সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া।
দিনের আরেক ম্যাচে টেবিলের ৪ নাম্বারে থাকা খুলনার মুখোমুখি হচ্ছে টেবিলের তলানির দল সিলেট। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র একটি জয় পাওয়া সিলেট ৩ পয়েন্ট নিয়ে আছে সবার নিচে। ঢাকা-চট্টগ্রাম পেরিয়ে এবার খেলা তাদের নিজেদের ঘরে। সিলেট কি পারবে এবার নিজের ঘরের মাঠে নিজেদের ভাগ্য ফেরাতে?
এদিকে দুই দলের আগের ম্যাচেই খুলনার কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিলো চায়ের দেশের দলটি। আগের ম্যাচের হারের প্রতিশোধ কি আজ নিতে পারবে সিলেট? নাকি আগের ম্যাচের মতোই তাদের হারিয়ে সেমিফাইনাল খেলার লক্ষ্যে নিজেদের অবস্থান আরেকটু শক্ত করবে মুশফিকুর রহিমের খুলনা।
সূত্রঃ বাংলাদেশ জার্নাল