মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে দলের অধিনায়ক পরিবর্তন। সর্বপ্রথম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের অধিনায়ক পরিবর্তন করেছিলো তারপর একে একে ৩ বার পরিবর্তন করে অধিনায়ক। অন্যদিকে দুইবার অধিনায়ক পরিবর্তন করেছে সিলেট সানরাইজার্সও। এবার তাদের সঙ্গে অধিনায়ক পরিবর্তনে সামিল হয়েছে আসরের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শনিবার লিগ পর্বের ৩০তম ম্যাচে মিরপুর শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে খুলনা টাইগার্সের মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচে দলটির নিয়মিত অধিনায়ক ইমরুল কায়েসের পরিবর্তে টস করতে নামেন বিদেশি রিক্রুট ফাফ ডু প্লেসি। তবে শুধু অধিনায়ক থেকেই তাকে সরানো হয়নি দল থেকেও বাদ দেয়া হয়েছে ইমরুলকে। লিগ পর্বের শেষ ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন ডু প্লেসি। কুমিল্লার ইতিমধ্যে কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে গেছে। তাদের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ নয়। অন্যদিকে এটি খুলনার বাঁচা মরার ম্যাচ। এই ম্যাচে জিতলেই প্লে অফে খেলা নিশ্চিত হয়ে যাবে মুশফিকুর রহিমের দলের। আর আসর থেকে বিদায় নেবে মিনিস্টার গ্রুপ ঢাকা।
এক নজরে দুই একাদশ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
মাহমুদুল হাসান জয়, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), মঈন আলী, সুনীল নারিন, মহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), মুমিনুল হক, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম এবং শহিদুল ইসলাম।
খুলনা টাইগার্স
মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, জাকির আলী, সৌম্য সরকার, ইয়াসির আলী রাব্বি, থিসারা পেরেরা, শেখ মাহেদি হাসান, ফরহাদ রেজা, নাভিন উল হক, খালেদ আহমেদ এবং নাবিল সামাদ।