মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ তৃতীয়বারের মতো আন্তর্জাতিক গার্ডেন ফটোগ্রাফার অফ দ্য ইয়ার (আইজিপিওটিওয়াই) নির্বাচিত হয়েছেন পোল্যান্ডের নারী ম্যাগডালেনা ওয়াসিকজেক। এবার ‘দ্য স্টারডাস্ট’ নামের একটি প্রজাপতির ছবির জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। খবর বিবিসি। এ বিষয়ে ম্যাগডালেনা ওয়াসিকজেক, ‘প্রতিবারই আমি আইজিপিওটিওয়াই জিতেছি। এই বিজয়গুলি আমার ফটোগ্রাফিক পথের বিভিন্ন সময়ে এসেছিল, তবে আমি এটি একইভাবে উপভোগ করেছি একটি শিশুর মতো।’ তিনি আরও বলেন, ‘তৃতীয়বারের মতো শীর্ষ পুরস্কার জেতায় আমি নিজেকে সেভেন সামিট আরোহনের একজন চ্যাম্পিয়নের মতো মনে করছি।’ম্যাগডালেনা ওয়াসিকজেক এই পুরস্কর হিসেবে পাঁচ হাজার ডলার পাবেন। এছাড়াও তার ছবি ৫ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত লন্ডনের রয়্যাল বোটানিক গার্ডেন ‘কেউ’ তে প্রদর্শিত হবে৷ ম্যাগডালেনাকে অভিনন্দন জানিয়ে ছবিটির বিষয়ে এই প্রতিযোগিতার প্রধান বিচারক টাইরন ম্যাকগ্লিঞ্চে বলেন, ‘ম্যাগডালেনা তার কাজ দিয়ে প্রজাপতিটিকে স্বর্গে উন্নীত করেছেন ।’ এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ইংল্যান্ডের চিত্রকর ইনগ্রিট পপলেওয়েল।
সূত্রঃ বাংলাদেশ জার্নাল