মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ কিছু দিন আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিলেন ‘ঘ’ ইউনিট বাদ দেয়ার। তবে নানা আলোচনা-সমালোচনার পর এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা।
বুধবার ডিনস কমিটির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ডিনস সাব কমিটিতে শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের সুবিধার্থে ‘ঘ’ ইউনিট রাখার পক্ষে মত দেওয়া হয়। আজকের ডিনস কমিটির সভায় এ বছরের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের আলাদা কোনো রূপরেখা না থাকার কারণে এ বছর ‘ঘ’ ইউনিট বহাল রাখার জন্য উপাচার্য মত দেন।
উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান-এর সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকরা।
সূত্র: বাংলাদেশ জার্নাল