মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ দিনাজপুরের নবাবগঞ্জে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার কুশদহ ইউনিয়নের কচুয়া গ্রামের আব্দুল আউয়াল নামের এক ব্যক্তির জমি থেকে বালু উত্তোলনের সময় মূর্তিটি উদ্ধার করা হয়।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
তিনি আরও বলেন, উপজেলার কুশদহ ইউনিয়নের কচুয়া গ্রামের আব্দুল আউয়ালের ঢালু জমিতে বালু উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় কালো রঙের একটি কষ্টিপাথরের মূর্তি দেখতে পায় শ্রমিকরা। পরে পুলিশকে বিষয়টি অবগত করলে থানা পুলিশ সেখান থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৯.৪ কেজি হয়। যার অনুমানিক মূল্য ১ (এক) কোটি টাকা।