মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ ব্যাটিং পরামর্শকের নতুন দায়িত্ব নিয়ে ঢাকায় এলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ জেমি সিডন্স। বুধবার বিকেল প্রায় ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এই ওস্ট্রেলিয়ান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হিসাবে বিসিবির যেকোনো দলের সঙ্গেই কাজ করতে পারেন সাবেক টাইগার গুরু সিডন্স। তবে আসন্ন আফগানিস্তান সিরিজকে সামনে রেখে বিসিবি চাই বর্তমানে জাতীয় দলের ব্যাটিং নিয়েই কাজ করুক সিডন্স। জাতীয় দলে তাকে জায়গা করে দিতে বর্তমান ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সকে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলে নিযুক্ত করবে বিসিবি।
২০১১ সালে বিশ্বকাপ ব্যর্থতার পর সিডন্সকে জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিসিবি। প্রায় ১১ বছর পর আবারও বাংলাদেশে এলেন তিনি। ব্যাটিং পরামর্শকের পাশাপাশি বিশেষভাবে তার কাছে পাওয়ার হিটিংয়ের দক্ষতা নিয়ে কাজ করতে চান তার সাবেক ছাত্র তামিম, মুশফিক, সাকিবরা। সিডন্সের কারণেই যে নিজদের ব্যাটিং দক্ষতা অনেকটা বাড়াতে পেরেছিলেন একসময় সেটা অকপটেই অনেকবার স্বীকার করেন বর্তমান বাংলাদেশ দলের মহীরুহ এসব ক্রিকেটারর।
গত টি-টেয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর বিসিবির বোর্ড সভায় আবারও সিডন্সকে বাংলাদেশে ফেরানোর ব্যাপারটি চূড়ান্ত হয়।
বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে জানান, বিসিবির ব্যাটিং কোচ হিসাবেই সিডন্সকে নিয়োগ দেয়া হয়েছে। তবে যেখানেই সুযোগ হয় সেখানেই আমরা তাকে কাজে লাগাবো। তার অভিজ্ঞতা যদি কাজে লাগাতে পারি তাহলে ক্রিকেটারদের জন্য ভাল হবে।’
সূত্রঃ বাংলাদেশ জার্নাল