সোহেল সানী : আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে ১৩ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য চার রুম বিশিষ্ট ‘বীর নিবাস’ নামে আবাসন নির্মাণ প্রকল্প কাজের ভিত্তি প্রস্তর ভার্চুয়াল উদ্বোধন করেন, সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রীতম সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম উপস্থিত ছিলেন।
পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক উদ্বোধন পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদের নেতা, সাবেক মন্ত্রী ও লাগাতার এমপি অ্যাড, মোস্তাফিজুর রহমান ফিজার ভাইয়ের নির্দেশনা মোতাবেক তৃণমূল পর্যায়ে যাচাই বাছাই করে প্রকৃত অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের তালিকা অনুযায়ী প্রথম পর্যায়ে ১১ বীর মুক্তিযোদ্ধাকে বীর নিবাস নির্মাণ করে দিচ্ছেন সরকার।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে প্রথম পর্যায়ে প্রায় ৬ শতাংশ জমির ওপর ৬৩৫ বর্গফুট আয়তনের প্রতিটি বীর নিবাস নির্মাণে ১৩ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে উপজেলায় মোট ১১টি বাড়ি নির্মাণ করা হবে।