মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদটি সরকারি বেতনধারী চাকরি বা পদ নয়। তাই মামলা বা অন্য কোনো কারণে কাজ না করলে প্রাথমিকের দপ্তরি কাম প্রহরী পদে কর্মরতদের সেবামূল্য দেওয়ার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জারি করা এক পরিপত্রে এসব বিষয় জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরিপত্রে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদটি আউটসোর্সিং পদ। নীতিমালা অনুযায়ী এটি কোনো সরকারি বেতনধারী চাকরি বা পদ নয়।
পরিপত্রে আরও বলা হয়, এই পদটিতে কর্মরতদের সেবামূল্য চুক্তি দ্বারা নির্ধারিত। সুতরাং কেউ যতদিন এই পদে কাজ করবেন, চুক্তি মোতাবেক ঠিক ততদিনের জন্য সেবামূল্য প্রাপ্য হবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি মামলা অথবা অন্য কোনো কারণে কাজ বা সেবা না দিলে তাকে সেবামূল্য বা পারিশ্রমিক দেওয়ার কোনো সুযোগ নেই। সূত্র- এবিনিউজ
চুক্তি অনুযায়ী, প্রকৃত সেবাদানের তারিখ হতে যে কয়দিন সেবা দিয়েছেন বা কাজ করেছেন, ঠিক সেই কয়দিনের সেবামূল্যই পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি, উল্লেখ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।