- Muktinews24 - https://muktinews24.com -

ফুলবাড়ীতে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি :ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাঃ শামীমা আক্তার জাহান এর সভাপতিত্বে শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ফুলবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নীরু ছামছুন্নাহার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকতা মোঃ আখতারুজ্জামান, উপজেরা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমসের আলী মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাসিনা ভূইয়া, উপজেলা মৎস অফিসার মাজনুনাহার মায়া, উপজেলা কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, উপজেলা তথ্য অফিসার রোকসানা খাতুন নার্গিস, ফুলবাড়ী আনসার ও ভিডিপি অফিসার সুশান্ত সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈনুদ্দিন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ্ আব্দুল কুদ্দুস, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মওলানা মোঃ নবিউল ইসলাম, আলাদিপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুশ সাকির বাবলু, শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ এছার উদ্দীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ লিয়াকত আলী, উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনে সকল কর্মকতা, স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষক প্রধান, সহ সকল স্তুরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।