মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ২৩তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম মিনিস্টার গ্রুপ ঢাকা। টসের আগে এবারের আসরে দ্বিতীয় বারের মত অধিনায়ক বদল করলো চট্টগ্রাম। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে নাইম ইসলামের জায়গায় দলের দায়িত্ব দেয়া হয়েছে তরুণ বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুবকে। মিনিস্টার ঢাকার বিপক্ষে ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে টস করেছেন আফিফ। তবে টস ভাগ্যে হারাতে পারেনি ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। নাইম ইসলামকে শুধু অধিনায়ক থেকেই বাদ দেয়া হয়নি বাদ দিয়েছে দল থেকেও। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের টিম ম্যানেজার ফাহিম মুন্তাসির সুমিত জানিয়েছেন, নাইমের বাজে ফর্মের কথা, নাইমের তো ফর্ম ভালো যাচ্ছিল না। তাই দল থেকেই সিদ্ধান্ত নেয়া হয়েছে অধিনায়ক বদলের। এখন আফিফই আমাদের অধিনায়ক। নাইমের শূন্য জায়গায় দলে ডাক পেয়েছে জাকির হাসান। অন্যদিকে চলে যাওয়া আন্দ্রে রাসেলের জায়গায় আফগান ফজলহক ফারুকি এবং ডানহাতি পেসার রুবেল হোসেনের জায়গায় বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে নিয়েছে ঢাকা।
এক নজরে দুই দলের একাদশ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), আকবর আলী (উইকেটরক্ষক), জাকির হাসান, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, উইল জ্যাকস, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম, শামীমম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, শুভাগত হোম, আরাফাত সানি, এবাদত হোসেন, ইমরানউজ্জামান, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ফজলহক ফারুকি এবং কাইস আহমেদ।
সূত্রঃ বাংলাদেশ জার্নাল