- Muktinews24 - https://muktinews24.com -

বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ  ভারতের বিখ্যাত শিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে বুধবার পাঠানো শোকবার্তায় এ কথা বলা হয়।বার্তায় প্রধানমন্ত্রী শিল্পীর আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি বাপ্পীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভারতের মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে মঙ্গলবার রাতে মৃত্যু হয় বিখ্যাত শিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ীর।মৃত্যুর আগে এক মাস ধরে হাসপাতালটিতে ভর্তি ছিলেন এ শিল্পী। হাসপাতালে তার বেশ কিছু রোগের চিকিৎসা চলছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।