মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এক লাখের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৩ হাজার ৮৭৬ জন করোনা সংক্রমিত হয়েছেন, যা গত এক মাসের মধ্যে মধ্যে সর্বনিম্ন।
সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।
ভারতে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ শুরু হওয়ার পর জানুয়ারির শুরু থেকে প্রতিদিনই দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখের উপরে থেকেছে। এমনকি ওই সংখ্যা তিন লাখও ছাড়িয়েছিল।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, নতুন বছরের ৬ জানুয়ারির পর এই প্রথম এক লাখের নিচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে সামান্য বেড়েছে মৃত্যু।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৯০০ জন।
ভারতে করোনা শনাক্তের হারও কমেছে। রোববার দেশটিতে করোনা পরীক্ষার ৭ দশমিক ৪২ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে। সোমবার তা আরও কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ২৫ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় ভারতে ১১ লাখ ৫৬ হাজার ৩৬৩ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে।
সুস্থতার হারও কিছুটা বেড়েছে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার সোমবার বেড়ে হয়েছে ৯৬ দশমিক ১৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখ ৯৯ হাজার ৫৪ জন। দেশটিতে এ মুহূর্তে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ লাখের কিছু বেশি।
রোববার ভারতের ড্রাগ কনট্রোলার জেনারেল একটি টিকার স্পুটনিক লাইটকে অনুমোদন দিয়েছে। এখন থেকে জরুরি অবস্থার প্রয়োজনে এ টিকা ব্যবহার করা যাবে।
স্পুটনিক লাইট ভারতে অনুমোদিত নবমতম টিকা। প্রসঙ্গত, ভারত ইতোমধ্যেই ১৬৯ দশমিক ৬ কোটি টিকাকরণ করে ফেলেছে।
সূত্রঃ বাংলাদেশ জার্নাল