শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারে করোনাভাইরাস ঠেকাতে টিকা কর্মসুচি জোরদার করতে জেলা প্রশাসন কঠোর প্রদক্ষেপ গ্রহন করেছে। জেলার সকল নাগরিকদের টিকার আওতায় আনতে বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। চলতি মাসের মধ্যে টিকা গ্রহন না করলে কঠোর আইন প্রয়োগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে জেলায় নতুন করে আরো ৩৯জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের দেওয়া তথ্য থেকে জানা যায়, জেলা ২৫০ শয্যা হাসপাতালে ৯জন, সদর উপজেলায় ২জন, রাজনগর উপজেলায় ৪জন, কুলাউড়া উপজেলায় ১২জন, বড়লেখা উপজেলায় ২জন, কমলগঞ্জ উপজেলায় ৬জন, শ্রীমঙ্গল উপজেলায় ১জন ও জুড়ী উপজেলায় ৩জনসহ জেলায় মোট ৩৯জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।