শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ, মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ ১৩জন আটক হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন সহ শীতকালীন চুরি, ডাকাতি রোধ এবং গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিল সংক্রান্তে বিশেষ অভিযান চালায় মডেল থানা পুলিশের পৃথক দুটি দল।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক(তদন্ত) ও পুলিশ পরিদর্শক (অপারেশন) এর দিক নিদের্শনায় এবং এসআই খায়রুল বাশার এর নেতৃত্বে পুলিশের পৃথক দুটি দলের অভিযানে সদর থানা এলাকার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় পরোয়ানাভুক্ত ৬ আসমিসহ ১৩জনকে আটক করে পুলিশ।
এরা হলেন, মোস্তাক আহমদ, মোঃ ফারুক আহমদ, আব্দুল হান্নান, মোঃ ফয়জল হক, মোঃ সিরাজুল ইসলাম শিপন, নুরুলল ইসলাম, আফতাব মিয়া, মোঃ ইব্রাহিম মিয়া, মহসিন মিয়া, ইবাদুল ইসলাম। এছাড়াও ধর্ষণ মামলার পলাতক আসামি সৈয়দ মাহির জামিল রাহি ও মাদক কারবারি মো. ইব্রাহিম মিয়াকে আটক করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দদায়েরের পর বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, শীতকালীন চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যহত থাকবে।