শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও মাস্টার প্যারেড অনুষ্টিত হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারী) সকালে পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, মৌলভীবাজার জেলার অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যগণ।