শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন করে আজ আরো ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটি প্রতিরোধে জেলা ব্যাপী প্রশাসনের ভ্রাম্যাণ আদালত মাঠে কাজ করছে। বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) জেলা সিভিল সার্জনের কার্যালয় এর দেওয়া তথ্য থেকে জানা যায়, জেলার ৭ উপজেলার মধ্যে জুড়ী ও বড়লেখা উপজেলা ছাড়া আজ জেলা সদর উপজেলাসহ ৫ উপজেলায় মোট ৪৪ জনের করোনা পরিক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ১১জন, সদর উপজেলায় ১জন, রাজনগর উপজেলায় ৩জন, কুলাউড়া উপজেলায় ১৬জন, কমলগঞ্জ উপজেলায় ৬জন ও শ্রীমঙ্গল উপজেলায় ৭জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।