মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফাড়ির বিলের আবু শামার পুত্র শামসুল আলমকে (৩০) এক লাখ পিস ইয়াবাসহ আটক করেছে এপিবিএন পুলিশ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান, এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোহিঙ্গা ক্যাম্প-১১ ব্লক এ-১ এর আইআরসি হাসপাতালের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে তাকে আটক করে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। আটককৃত ব্যক্তি দুটি কালো প্যাকেটে ৫০ হাজার করে মোট এক লাখ পিস ইয়াবা বিক্রির উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল রোহিঙ্গা ক্যাম্পের দিকে। এ সময় এপিবিএন পুলিশ তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।
আটক শামসুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।
সূত্র:এবিএন