
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় সরকারী কর্মচারী কল্যাণ সমিতি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদনের তালিকা প্রকাশ করা হয়।উপজেলা পরিষদের সিএ আইনুন নাঈম পানেলকে সভাপতি ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি (ইউএফপিএ) মো. দিদারুল আল আমিন (দিদার)কে সাধারণ সম্পাদক হিসেবে গত ৩০ জানুয়ারী (রোববার) পরিষদ হলরুমে কন্ঠ ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়। সরকারী কর্মচারী কল্যাণ সমিতি’র কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম মিয়া, সহ-সভাপতি (১) সরকার মো. আবু রায়হান, সহ-সভাপতি (২) মো. রাজিব মিয়া, সহ-সভাপতি (৩) মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (১) মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (২) মো. আ: হালিম, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, সহ- সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুল আহসান, দপ্তর সম্পাদক মো, ফারুক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, অর্থ বিষয়ক সম্পাদক মো. আক্তারুজ্জামান, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আনিছুর রহমান, সহ-সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আশরাফুল আলম, প্রচার সম্পাদক নাজমুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা লুৎফুন নাহার, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা কাকলী চক্রবর্তী, কার্যকরী সদস্য মো. জহিরুল ইসলাম, এসএম মোফাখখারুল ইসলাম, মো. আ: জব্বার খান, রুশেদা ইয়াসমীন, মো. আসাদুজ্জামান ও জহুরা খাতুন।জানা যায়, ২০১৪ সালের নকলা উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আহবায় কমিটির বিলুপ্ত করে এই নতুন কমিটি ঘোষনা করা হয়। এই কমিটি উপজেলার ৩১টি দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে গঠিত।