মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভূক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ প্রত্যাহারের দাবিতে শেরপুরে মানববন্ধন করেছে আইইবি। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শেরপুর শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, শেরপুরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ছামিউল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান সিদ্দিকী, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়িতা দেবশ্রী, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, এলজিইডির সহকারী প্রকৌশলী জাহানারা পারভীন প্রমুখ। বক্তারা অবিলম্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিলের আহবান জানান। অন্যথায় কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা জানান। মানববন্ধনে নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীসহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক কর্মকর্তা অংশ গ্রহন করেন।