শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও কমলগঞ্জ উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা শপথ গ্রহণের পর আনুষ্টানিক দায়িত্বভার গ্রহণ করেছেন। রোববার (১৩ ফ্রেব্রুয়ারি) সকালে শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউপি ও কমলগঞ্জ উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সংরতি মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা দায়িত্ব গ্রহন করেন। প্রতিটি ইউনিয়নে পৃথক অনুষ্টানের মধ্যদিয়ে চেয়ারম্যানগণ দায়িত্বভার গ্রহণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীত উপজেলার প্রথম শ্রেণির কর্মকর্তাদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার নয়টি করে ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ১০ ফেব্রুয়ারি নবনির্বাচিত নয় চেয়ারম্যানগণকে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান শপথবাক্য পাঠ করান। একইদিন বিকেলে সংরতি মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম ও কমলগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তারা। মোঃ আশেকুল হক।