সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে ড্রামট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম খান (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রাইপুর বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল উপজেলার নওয়াগ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। প্রত্য দর্শীরা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে বৃষ্টির মধ্যে উক্ত রাকিবুল তার এক আত্মীয়র জানাজায় অংশ নেওয়ার জন্য মোটরসাইকেলযোগে সাতবাড়ীয়া এলাকায় যাচ্ছিল। পথে রাইপুর বাজারের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক তাকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুজানগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন এ ব্যাপারে নিহত রাকিবুলের পরিবারের কোন অভিযোগ নাথাকায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।