সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের হাট-বাজারে অভিযান চালিয়ে ৩মণ জাটকা মাছ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য বিভাগ উপজেলার রাইপুর হাট ও সুজানগর পৌর বাজারে অভিযান চালিয়ে ওই মাছ উদ্ধার করে। জানা যায়, বেশ কয়েকদিন ধরে কতিপয় অসাধু মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপো করে উপজেলার বিভিন্ন হাট-বাজারে জাটকা মাছ বিক্রি করছিল। ওইদিন দুপুর আড়াইটার দিকে গোপস সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খানের নেতৃত্বে সুজানগর থানার এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযান চালিয়ে পৌর বাজার থেকে ২০ কেজি এবং রাইপুর হাট থেকে ১‘শ কেজিসহ মোট ৩মণ জাটকা মাছ উদ্ধার করে। তবে এসময় মৎস্যজীবীরা মাছ ফেলে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ হয়।