সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে গত জানুয়ারী মাসে ৩২জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এ বছর কেউ মারা যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত জানুয়ারী মাসে সুজানগর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রামের বিভিন্ন বয়সের শতাধিক মানুষের করোনার নমুনা পরীা করা হয়। এর মধ্যে অ্যান্টিজেন এবং পিসিআর উভয় পরীার ফলাফলে ৩২জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। ইতোমধ্যে ওই ৩২জনের মধ্যে ১২জন সুস্থ হয়ে উঠেছেন। বাকি ২০জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের তত্ত্বাবধানে নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে বলে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সেলিম মোরশেদ জানান।