সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগর থানায় মোঃ আব্দুল হানান নামে নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। ভূতপূর্ব অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান অন্যত্র বদলী হওয়ায় শুক্রবার রাতে নতুন অফিসার ইনচার্জ হিসেবে তিনি যোগদান করেন। ইতিপূর্বে তিনি পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ আব্দুল হান্নান এক প্রতিক্রিয়ায় বলেন আমি সুজানগর থানার অফিসার ইনচার্জ হিসেবে আন্তরিকভাবে চেষ্টা করবো উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার। তবে এজন্য দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। আশা করি এজনপদের মানুষ পুলিশের কোন বৈধ কর্মকা-ে হস্তপে না করে আইন-শৃঙ্খলার স্বার্থে সহযোগিতা করবেন। তবে কেউ অবৈধ হস্তপে করলে কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে আমি বাধ্য হবো তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন প্রয়োগ করতে।