মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ পরিকল্পনা মন্ত্রী এম,এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী গ্রামে যারা হালচাষ করেন তাদের নিয়ে চিন্তা করেন। দেশে এখনো অনেক গরীব মানুষ আছে। পানি পায় না, না খেয়ে ঘুমায়। বিদ্যুৎ নেই। গত ১২ বছর ধরে প্রধানমন্ত্রী এসব উত্তোরণে চেষ্টা করছেন। মানুষ এখন সকল সুবিধা পাচ্ছে। দেশে উন্নয়নের ঢেউ বইছে। আওয়ামীলীগের শত্রুরাও দেশের এই পরিবর্তন অস্বীকার করবে না। তিনি আরও বলেন, এখন বাংলাদেশ বাহিরের দেশে হাত পাতে না। বাজেটের এক টাকাও খয়রাতি নেই। আমারা কর্জ আনি, মুনাফা দেই। এটি অন্যায় কিছু না। একটা কিস্তিও ফেল মারি না। আমাদের ঘরে চল্লিশ হাজার কোটি টাকা রির্জাভ আছে। পদ্মা সেতু নিয়ে হাসাহাসি করেছিল। দেশ দেউলিয়া হয়ে যাবে বলাবলি হয়েছিল। এটি নির্মাণ করতে আওয়ামীলীগ সরকারের পক্ষে সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটাই ম্যাজিক। শুক্রবার সকাল ১১ টায় মল্লিকপুরে জনতা চুক্ষু হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হাসপাতালের চেয়ারম্যান মোঃ এনমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো: মো: জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সিভিল সার্জন ডাঃ আহম্মদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম।