ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ (শোভাগঞ্জ) গ্রামে দুলা মিয়া ওরফে ভবানী (৫২) নামে এক ব্যক্তির গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর শুকনো ডাল পারার জন্য দুলা মিয়া বাড়ির পাশের একটি গাছে উঠেন। হঠাৎ পা ফসকে পড়ে গিয়ে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুলা মিয়া ওরফে ভবানী উত্তর মরুয়াদহ গ্রামের মৃত ওছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক। এ ব্যাপারে মৃত দুলা মিয়া ওরফে ভবানীর স্ত্রী সাজিনা বেগম থানায় ইউডি মামলা করেছেন।
থানা অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান জানান, বিষয়টি শুনেছি।