
তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬
শনিবার, ২১ মে ২০২২, ০৮:৫১ পূর্বাহ্ন
সৈয়দপুরে কাভার্ড ভ্যান-অটোভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত
-
প্রকাশ
বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৩৮ এএম
-
৩৪
বার ভিউ হয়েছে
মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর সৈয়দপুরে কাভার্ড ভ্যানের সাথে ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত হয়েছে। এসময় অটোভ্যানের চালকসহ অপর এক যাত্রী আহত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারী) বেলা ৩ টায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটেছে।ঘটনাস্থলেই নিহতের নাম মোঃ আবুল কাশেম (৬০)। তিনি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী মুন্সিপাড়া গ্রামের মৃত তছিম উদ্দিনের ছেলে। এসময় ভ্যান চালকসহ আরো ৩ জন আহত হয়েছে।জানা যায়, সৈয়দপুর বাইপাস সড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে কাভার্ড ভ্যান (রেজিনং ঢাকা মেট্রো ন ১৩ -৭৯৫৪) এর সাথে একটি ব্যাটারীচালিত রিস্কা মুখোমুখি সংঘর্ষে ভ্যানের এক যাত্রী ঘটনা স্থানে মারা যায়।নিহতের লাশও হাসপাতালে আছে।ভ্যান চালক রফিকুল ইসলাম সহ দুই যাত্রী আহত হয়ে সৈয়দপুর ১০০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন নিহত আবুল কাশেমের ছেলে আতাউর রহমান (৩২) ও একই এলাকার মতিয়ার রহমানের ছেলে আতাউর রহমান (৩৯)। তারা সকলে জমি রেজিস্ট্রিারের জন্য উপজেলা সাবরেজিস্টার অফিসে যাচ্ছিল। সৈয়দপুর থানার অফিসার ইনর্চাজ আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানটি এলাকাবাসি আটক করেছে এবং চালক পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রাস্তা চলাচল স্বাভাবিক হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে।
শেয়ার করুন
এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2022 Muktinews24.com
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.muktinews24.com কর্তৃক সংরক্ষিত.