মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর দু’বছর পর গেলো জানুয়ারিতে ঢাকায় ফিরেছেন। অষ্ট্রেলিয়াতে একমাত্র ছেলে রিয়াসাতের কাছে ছিলেন। বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব শুরু হবার ঠিক আগেই তিনি চলে গিয়েছিলেন ছেলের কাছে। সেখানে গিয়েই তিনি আটকা পড়ে যান। গেলো দু’বছর রিয়াসাতের দুই মেয়ে-ছেলে রইসা ও রাইয়ানের জীবনের অনিন্দ্য সুন্দর সময় কাটিয়ে দেশে ফিরেছেন। দেশে ফিরে আবার ছেলে, ছেলের বউ, নাতি-নাতনীদের জন্য ভীষণ মন খারাপ ডলি জহুরের। ছুটে যেতে ইচ্ছে করছে তাদের কাছে। কিন্তু ঢাকাতেও তার কিছু আনুষঙ্গিক কাজ রয়েছে। সে কাজগুলোও শেষ করাটা জরুরী। এদিকে ঢাকায় ফিরে ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচনে অংশ নেন ডলি জহুর। মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ সিনেমাটিও দেখেছেন সময় করে। তবে অষ্ট্রেলিয়া যাবার আগে শ্যাম বেনেগাল পরিচালিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিক-এ অভিনয়ের জন্য ডাক এসেছিলো তার। কিন্তু যে সময়টাতে ডাক এসেছিলো সেই সময়টাতেই ডলি জহুরকে ছুটে যেতে হয়েছিলো ছেলের কাছে। যে কারণে বায়োপিক-এ তার থাকার সুযোগ রইলোনা। তবে বায়োপিক’-এ যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকের জন্যই শুভ কামনা জানিয়েছেন বরেণ্য এই অভিনেত্রী। দীর্ঘদিন পর ঢাকায় ফিরে ডলি জহুর বলেন,‘একমাত্র ছেলে, ছেলের দুই সন্তান অর্থাৎ আমার আদরের দুই নাতি-নাতনীকে রেখে আসতে কষ্ট হয়েছে। কিন্তু তারপরও ঢাকায় আসতে হয়েছে। ঢাকায় এসে তিনি নিজের মতো করে সময় কাটাচ্ছি। সাব্বিরের রাত জাগা ফুল’ সিনেমাটি দেখলাম। খুব সুন্দর একটি সিনেমা। আমি সিনেমাটি দেখে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। আর কাজের কথা যদি বলতে হয়, তাহলে বলতে হয় যে অনেক পরিচালকই যোগাযোগ করছেন। আমি একটু বুঝে শুনে কাজ করতে চাই। গল্পটা যেন খুব ভালো হয় এবং যথারীতি আমার চরিত্রটিও।’ ডলি জহুর অভিনীত প্রথম চলচ্চিত্র রহিম নেওয়াজ পরিচালিত ‘অসাধারণ’। ‘শঙ্খনীল কারাগার’ ছবিতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো তিনি শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর তিনি একই পুরস্কার লাভ করেন কাজী মোরশেদ পরিচালিত ‘ঘানি’ ছবিতে অভিনয়ের জন্য। হুমায়ূন আহমেদ রচিত ‘এইসব দিন রাত্রি’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে আলোচনায় আসেন ডলি জহুর। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘শঙ্খনীল কারাগার’, ‘আগুনের পরশমনি’, ‘বিচার হবে’, ‘স্বপ্নের ঠিকানা’,‘ দীপু নাম্বার টু’,‘ রং নাম্বার’, ‘নিরন্তর’,‘ ঘানি’,‘ দারুচিনি দ্বীপ’ ইত্যাদি।
সূত্রঃ বাংলাদেশ জার্নাল