শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। রোববার (১৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে কমলগঞ্জ উপজেলার রানীরবাজার এলাকায় ধলাই নদীর ঘাটে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে আজিজুর রহমান আকবরকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।