মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ পার্বতীপুরে আগাছানাশক স্প্রে করে সাড়ে ৩ বিঘা জমির সবুজ শ্যামল ধান ক্ষেত নষ্ট করেছে এলাকার দূর্বত্তরা। ঘটনাটি ঘটেছে ৩০ মার্চ বাসুপাড়া এলাকার সিংগীমারী মৌজায়।
জমির মালিক দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকার গুলশাননগর এলাকার বাসিন্দা হাফিজ উদ্দীন সরকার জানান, ৩০ মার্চ দিবাগত রাতে কয়েকজন দূর্বৃত্ত পূর্ব শক্রুতার জেরে ঘাস মেরে ফেলার কীটনাশক সাড়ে ৩ বিঘা জমির ধানের ক্ষেতে স্প্রে করে। এতে সবুজ শ্যামল ধান ক্ষেত পুড়ে নষ্ট হয়ে যায়। এ জমির ফসল দিয়ে আমি জীবিকা নির্বাহ করি। আমি এর সুষ্ঠ বিচার চাই। ধান ক্ষেতের কেয়ারটেকার নাসিম (১৮), বলেন প্রতিদিনের ন্যায় জমিেিত সেচ দিয়ে সন্ধ্যা বাড়ী যাই। ৩১ ,মার্চ সকাল বেলা ৯ ঘটিকায় জমিতে পানি দিতে এসে দেখি ধান ক্ষেত সব পুড়ে গেছে। শ্যালো মেশিনের মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান।
পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম বলেন, বিষয়টি মৌখিভাবে জেনেছি ক্ষতিগ্রস্থ জমিতে দ্রুত সেচ দিতে পরামর্শ দেয়া হয়েছে।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডাইরী হয়েছে। যার ডাইরী নং-১৪৯৮।