এএফএএম মমতাজুর রহমান আদমদীঘি বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির দাড়িকুড়ি গ্রামের অপহৃতা দশম শ্রেণীর স্কুল ছাত্রী জেবা আক্তারকে (১৫) ঢাকা গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১৩ মার্চ) ভোর রাতে জেবাকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারি আশিককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা যায়, আদমদীঘির দাড়িকুড়ি গ্রামের জামাল হোসেনের কন্যা ও কৈকুড়ি বিদ্যালয়ের দশম শ্রেনীর স্কুল ছাত্রী জেবা আক্তার মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টায় বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। এ সময় পালোয়ানপাড়া ও কালাইকুড়ী গ্রামের আশিক ও তার সহযোগীরা তাকে জোর পূর্বক অপহরন করে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মঙ্গলবার (৮ মার্চ) আদমদীঘি থানায় আশিক তার মা সাবিনা বেগমসহ ৫ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার অভিযান চালিয়ে ঢাকার গাজীপুর এলাকা থেকে অপহৃত স্কুল ছাত্রী জেবাকে উদ্ধার করে।