খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘উলিপুর বইমেলা হোক, রংপুর অঞ্চলের সাহিত্য ও সাংস্কৃতিক মিলন মেলা’ এ স্লোগানকে ধারণ করে ২৬ তম বইমেলা উদ্বোধন ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিজয় মঞ্চ চত্বরে ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে অনুষ্ঠিত বইমেলার আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক রেজওয়ানুল করিম লালন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, একুশে পদকপ্রাপ্ত, বিশিষ্ট আইনজীবী, লেখক, মুক্তিযুদ্ধের গবেষক ও উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা এসএম আব্রাহাম লিংকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, কুড়িগ্রাম বিএমএ সাধারণ সম্পাদক ডা: লোকমান হাকিম, গুনাইগাছ ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, বিশিষ্ট সমাজসেবক তপন সেন গুপ্ত, পাঁচপীর ডিগ্রী কলেজের প্রভাষক শামীম আক্তার আমিন, ফ্রেন্ডস ফেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য জুলফিকার আলী সেনা। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জুলফিকার আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ গবা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জন উপস্থিত ছিলেন।