মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে প্রথমে পরিষদের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী।এর কিছুক্ষণ পর পরিষদ চত্বরে স্থাপিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী। এসময় ইউপি সচিব ফেরেজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান নুরন নবী সরকার, মেম্বার আবদুল হক ও মফেল চৌধুরীসহ সকল মেম্বার, গ্রাম পুলিশ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।