এএফএএম মমতাজুর রহমান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টায় সান্তাহার পৌর শহরের সোনার বাংলা মার্কেটের ৩য় তলায় শাখাটির উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গার্ডিয়ানের সান্তাহার শাখা ব্যবস্থাপক মিনি সুলতানার সভাপতিত্বে ও ইউনিট ম্যানেজার জাফরান হোসেন রিফাতের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গার্ডিয়ানের এসভিপি আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গার্ডিয়ানের ভিপি আলমগীর হোসেন, এরিয়া ম্যানেজার মিনহাজুল ইসলাম, ট্রেইনার সাকিব রেজোয়ান, সান্তাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য সমাজ খাঁন, বিয়াম স্কুলের অধ্যক্ষ আহসান হাবীব তুহিন, শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ। এরআগে দুপুর আড়াইটায় গার্ডিয়ানের এসভিপি আমিনুল ইসলাম ফিতা ও কেক কেটে শাখাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।