মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ একটু হলেও অনিশ্চয়তায় পড়ে গেল সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশে থাকা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা, শাশুড়ি, ছেলে, মেজো মেয়ে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। এ অবস্থায় সাকিব দক্ষিণ আফ্রিকা সফর চালিয়ে যাবেন কি না, সে শঙ্কা তৈরি হয়েছে। তবে সফরের বাকি অংশে সাকিবের থাকা না থাকা বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন। আজকের পত্রিকাকে সুমন বলেছেন, ‘সাকিব এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ঢাকায় নিয়মিত খবর রাখছে। দেশে ফিরবে কি না সেটা নির্ভর করছে ঢাকার পরিস্থিতির ওপর। যদি ফেরা দরকার মনে করে নিশ্চয়ই যাবে।’
দলের সঙ্গে যোগ দিতে রাতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সাকিবের পরিবারের সদস্যদের অসুস্থতার ব্যাপারে বিসিবি নিয়মিত খোঁজখবর রাখছে জানিয়ে তিনি বলেছেন, ‘সাকিবের দুই বাচ্চা ও শাশুড়ির শরীর খারাপ। সিরিয়াস কিছু না হলে সেখানেই (দক্ষিণ আফ্রিকা) থাকবে সাকিব। সেরকম কিছু হলে তখন ভিন্ন কিছু চিন্তা করতে হবে।’
এর আগে শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে চাননি সাকিব। পরে অবশ্য সিদ্ধান্ত পাল্টান তিনি। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে দলের জয়ের নায়কও সাকিব।