রবিউল ইসলাম রাজ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ বিশ্বজুড়ে পালিত হয়েছে ভোক্তা-অধিকার দিবস। প্রতিবারের মতো এবারও বাংলাদেশে জাতীয় ভোক্তা-অধিকার সংরণ অধিদফতরের উদ্যোগে সারা বাংলাদেশে দিবসটি পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য-‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’। প্রান্তিক পর্যায়ের ভোক্তারা যাতে সহজে অভিযোগ করতে পারে সেজন্য চালু করা হয়েছে ‘ভোক্তা বাতায়ন’ শীর্ষক হটলাইন সার্ভিস, যার নাম্বার ১৬১২১। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের ভোক্তারাও অভিযোগ দায়ের করার সুযোগ পাবে। এরে ধারাবাহিকতায় নীলফামারীর জলঢাকায় জনগণকে অধিকতর সচেতন করার উদ্দেশ্যে দিবসটি পালন করেছে উপজেলা প্রশাসন। এ উপলে ক্রেতা বিক্রেতা,রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও সুশীল সমাজের সকলকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল,মাধ্যমিক শিা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সাংবাদিক মাইদুল হাসান,সাংবাদিক রবিউল ইসলাম রাজ, এনজিও কর্মকর্তা চঞ্চল কুমার ঝাঁ সহ ব্যবসায়ীরা প্রমূখ। এসময় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে বিভিন্ন আলোকপাত করা হয়।