শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে হবে। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও মতায় নিয়ে আসতে হবে। ২০২৪ সালে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, সে নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে হবে। সেজন্য তৃণমূলের নেতৃবৃন্দকে আরও সুসংগঠিত করতে হবে। মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এ কথাগুলো বলেছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সোমবার (১৪ মার্চ) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় আগামী জুনের মধ্যেই মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এছাড়া মে মাসের মধ্যেই সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সম্মেলন শেষ করতে হবে বলেও তিনি স্থানীয় নেতৃবৃন্দকে এ নির্দেশ দেন। এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। জেলা আওয়ামী লীগ সভাপতি সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্য ড. মো. আব্দুস শহীদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সায়েম খান, আওয়ামী লীগের সদস্য মুশফিকুর রহমান, আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরতি নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমূখ। এছাড়াও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।