ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা ঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করতে চায় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম সেই সাথে নির্বাচনি ইশতেহার অনুযায়ী ইউনিয়নবাসীর জন্য নিরলসভাবে সেবামূলক এবং উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। সরেজমিনে পরিদর্শন করে এবং তার সাথে কথা বলে জানা যায়, ২৬ ডিসেম্বর-২০২১ নির্বাচনের পর থেকে ইউনিয়ন পরিষদের সমস্ত কর্মকান্ড শতভাগ স্বচ্ছতার মধ্যে দিয়ে বাস্তবায়ন করে আসছি। আমি জনগণের ভালোবাসা নিয়ে দুঃখী মানুষের পাশে থেকে আমার ইউনিয়ন পরিষদের সমস্ত কর্মকান্ড পরিচালনা করতে চাই।২৬ ডিসেম্বর-২০২১ আমি নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগত অর্থায়নে আমি ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করেছি, এরপরে সরকারিভাবে ৪’ল টাকা বরাদ্দ পেয়েছি,সেই সকল বরাদ্দকৃত টাকার কাজ চলমান রয়েছে,পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে যে সকল কর্মকান্ড চলমান রয়েছে আমি তা ইউনিয়নে ব্যাপক প্রচার-প্রচারণার মধ্যে দিয়ে প্রকৃত ব্যক্তিদের সুবিধা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। বয়স্ক ভাতা,বিধবা ভাতা, ভিজিএফ, রেশন কার্ড সহ যে সকল বরাদ্দ আমার ইউনিয়নে এসেছে তা আমি স্বচ্ছতার সহিত প্রচারণা করে প্রকৃত ব্যক্তিদের নামের তালিকা দিয়েছি!আশাকরি ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও এলাকার জনগণ যদি আমার পাশে থাকে আমি আমার ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করতে পারবো ইন্শাআল্লাহ।