এএফএম মমতাজুর রহমান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটির ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে উপজেলার সান্তাহার আওয়ামীলীগ কার্যালয়ে এই কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নুর ইসলামকে আহবায়ক ও আব্দুর রাজ্জাক রানাকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দিয়েছে জেলা শ্রমিকলীগের আহবায়ক কামরুল মোর্শেদ আপেল। কমিটির যুগ্ম আহবায়ক পদে নির্বাচিত হলেন- মোজ্জাম্মেল হক, মানিক ধলু, শফিক উদ্দীন, শহীদ মোল্লা, রবিউল ইসলাম, মোস্তফা মন্ডল, আব্দুস সালাম, লিটন বাবু ও মহিলা সম্পাদিকা সমাপ্তি বেগম প্রমূখ। অনুষ্ঠিত সভায় কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-এলাহী কাজল, যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারী, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টিসহ স্থানিয় নেতৃবৃন্দরা।