সোহেল সানী ঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এক স্কুল পড়ুয়া ছাত্রীকে উত্যক্ত করায় দুই বখাটের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় গত বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় দুই জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। ভুক্তোভুগি স্থানীয় বি.এম.এস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। মামলার এজাহার সূত্রে জানা যায়, ল্যাম্ব হাসপাতালে জনৈক জাহিদুল ইসলাম মাষ্টার কাছে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যান। প্রাইভেটে যাতায়াত করা রাস্তায় বিভিন্ন সময়ে একই গ্রামের বখাটে মোঃ রাজু ও মেহেদী হাসান ওই ছাত্রী উদ্দেশ্য করে অশ্লীন মন্তব্য করে। ভুক্তভোগী ছাত্রী এসবের প্রতিবাদ করলে আসামিরা আরও বেশি বেপোরোয়া হয়ে ওঠে। গত ৮ মার্চ প্রাইভেট শেষে বাড়িতে ফেরার পথে মন্মথপুর ইউনিয়নের তাজনগন ডাঙ্গাপাড়া গ্রামের কবরস্থানে পশ্চিমপাশের্^ হেয়ারিং রাস্তার উপর বাশঝাড় কাছে আসামীরা তার পথরোধ করে দাড়ায় এবং ওই ছাত্রীর মুখ চেপে ধরে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে শ্লীতহানির চেষ্টা করে। আসামিদের সঙ্গে ধস্তাধস্তির পর্যায়ে ওই ছাত্রীর চিৎকার শুনে যদু চন্দ্র রায়, শুশান্ত চন্দ্র রায় ও হল চন্দ্র রায় ঘটনাস্থলে ছুটে এসে ওই ছাত্রীকে উদ্ধার করে। ভুক্তভোগী স্কুল ছাত্রী বলেন, আমি সুষ্ঠু পরিবেশে পড়াশোনা করতে চাই। আমাকে অনেকদিন থেকেই রাস্তা-ঘাটে উত্যক্ত করে আসামীরা। প্রশাসনের কাছে আমার আবেদন। বখাটে আইনের আওতায় এনে বিচার করুন। এ বিষয়ে মামলার আসামী মোঃ রাজু ও মেহেদী হাসান বলেন, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। পুর্ব শত্রুতার জের ধরে ইভটিজিং মামলা দিয়ে আমাদের ফাঁসানো হয়েছে বলে দাবী করেন।