সোহেল সানীঃ দিনাজপুরের পার্বতীপুরে হেয়ার শ্রমিক ডলি রানী (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে বছিরবানিয়া বাজারে অবস্থিত এবি হেয়ার ক্যাপ ফ্যাক্টরীর শ্রমিক। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার ডলি রানী (১৪) পুজার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ডলি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সিট উত্তর শালন্দার পোদ্দারপাড়া গ্রামের নিপেন চন্দ্র রায়ের মেয়ে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে পার্বতীপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের দিনাজপুর এম আব্দুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পার্বতীপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এআই) মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। ডলি মানুষিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বাড়ীর সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।