মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ পার্বতীপুরে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সূবর্ণজয়ন্তী মেলার উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম বার্ষিকী, জাতীয় শিশু দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুর ১০২ তম জন্ম জয়ন্তীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। মেলায় সারি সারি ৪৯ ষ্টল বসানো হয়েছে। শিক্ষার্থী ও দর্শনার্থীর উপচে পড়া ভীড়ে দারুন নান্দনিকতা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠান শেষের দিকে স্থানীয় গুনী ব্যক্তিত্ব মুসলিমুর রহমানের বঙ্গবন্ধুর উপর লেখা গান শিল্পী আল আমিনের কন্ঠে দারুনভাবে হৃদয় গ্রাহী হয়ে ওঠায় উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা গীতিকার ও শিল্পীকে আর্থিক সহায়তায় পুরস্কৃত করেন।
এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন উপজেলা ভূমি কর্মকর্তা প্রীতম সাহা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন ও রুকসানা বারী রুকু।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি উপভোগ করেন দর্শক শ্রোতা। আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের দু’শীর্ষ কর্মকর্তা সংগীত ও কবিতা পাঠে অংশ নেন। এর আগে বিকেলে উপজেলা চত্তরে জাতির পিতার মুরালে পুস্পার্ঘ্য অর্পন করা হয়।