আজ রবিবার সকালে পার্বতীপুরের হামিদপুর ইউনিয়নের খলিলপুর হাজী সানাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরাব আলী সরদার, প্রধান শিক্ষক। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি।
বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আমজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু প্রমুখ।