মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ বাংলাদেশ স্কাউটস এর সহযোগীতায়,বাংলাদেশ স্কাউটস,রেলওয়ে অঞ্চলের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ স্কাউটস,পার্বতীপুর রেলওয়ে জেলার ব্যবস্থাপনায় আজ উদ্ভোধন হলো “৪র্থ জেলা কাব ক্যাম্পুরী-২০২২ ” বাংলাদেশ স্কাউটস,পার্বতীপুর রেলওয়ে জেলার ব্যবস্থাপনায় ২৯ মার্চ থেকে ০২ এপ্রিল ২০২২ পর্যন্ত স্থানীয় রেলওয়ে শহীদ ময়দানে আয়োজিত এই কাব ক্যাম্পুরীতে বাংলাদেশ স্কাউটস,পার্বতীপুর রেলওয়ে জেলা,লালমনিরহাট রেলওয়ে জেলা ও পার্বতীপুর উপজেলা থেকে ৫১টি ষষ্ঠকের ৩০৬ জন কাব স্কাউট,৫১ জন ইউনিট লিডার,৪০ জন কর্মকর্তা , ৪০ জন স্বেচ্ছাসেবক রোভার ১২ জন সাপোর্ট স্টাফ সহ মোট ৪৪৯ জন অংশগ্রহন করে। কাব ক্যাম্পুরীর শুভ উদ্ভোধন ঘোষনা করেন বাংলাদেশ স্কাউটস পার্বতীপুর রেলওয়ে জেলার সভাপতি ও প্রধান নির্বাহী/ কেলোকা,বাংলাদেশ রেলওয়ে ,পার্বতীপুর মোঃ রফিকুল ইসলাম । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস পার্বতীপুর রেলওয়ে জেলার সহ সভাপতি ও ডব্লিউ এম/এম/ কেলোকা,বাংলাদেশ রেলওয়ে ,পার্বতীপুর মোঃ তাসরুজ্জামান বাবু, বাংলাদেশ স্কাউটস পার্বতীপুর রেলওয়ে জেলার সহ সভাপতি ও সি আই/আর এন বি/,বাংলাদেশ রেলওয়ে ,পার্বতীপুর সরদার রফিকুল ইসলাম,বাংলাদেশ স্কাউটস পার্বতীপুর রেলওয়ে জেলার সম্পাদক ও পরিচালক,এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল মোঃ আখতারুজ্জামান। ক্যাম্পুরী চীফ এর দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটস পার্বতীপুর রেলওয়ে জেলা কমিশনার ও ডব্লিউ এম/ ডিজেল,বাংলাদেশ রেলওয়ে ,পার্বতীপুর জহিরুল ইসলাম। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক,এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল আরাফাত জামিল।