শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ ব্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের থাকা একটি মাদী হরিণীর ঘরে এসেছে নতুন অতিথি। এ নিয়ে পঞ্চম বারের মতো বংশ বৃদ্ধি করলো বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে থাকা মাদী হরিণটি। রোববার (১৩ মার্চ) বিকেল ৫টায় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মাদী হরিণী একটি বাচ্চা প্রশ্রব করেছে। বিকেলে বন্যপ্রাণী সেবা ফাউ্েডশনে গিয়ে দেখা যায়, মা হরিণী সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে পরম যতেœ আদর করছে। বাচ্চা হরিণটি মা হরিণীর পাশে বসে আছে, মাঝে মাঝে মাথা তোলে দাঁড়ানোর চেষ্টা করছে। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বাপন দেব সজল জানান, বন্যপ্রাণীরা বংশ বৃদ্ধি করলে তিনি আনন্দিত হন। কারণ তিনি প্রতিটি প্রাণীকে তাঁর সন্তানের মতো যতœ করেন। তিনি জানান, এ নিয়ে মাদী হরিণীটি ৫ বারে ৫টি বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চাগুলো বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন লালন-পালন করছে । স্বপন দেব সজল আরো জানান, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে এ পর্যন্ত বিভিন্ন প্রাণী বংশ বৃদ্ধি করে চলেছে। এখানে জন্ম নেওয়া বহু বন্যপ্রাণীর বাচ্চা লাউয়াছড়া জাতীয় উদ্যানে এবং সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ।