মনির হোসেন, বরিশাল ব্যুরো : মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।নগরীর সার্কিট হাউজ হলরুমে সোমবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) বিভাগীয় কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান বলেন, ‘পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু হলে দণিাঞ্চলে দুর্ঘটনার সংখ্যাও বাড়তে পারে। ফলে রাস্তার দুই পাশ প্রশস্ত করা যেমন জরুরি তেমনি চালকদের প্রশিণও জরুরি। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানো এবং ড্রাইভিং লাইসেন্স যাচাই করে চালকের কাছে গাড়ি দেয়ার জন্য আমি মালিকদের আহ্বান জানাচ্ছি।’সভার বিশেষ অতিথি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, ‘যাত্রীদের চলন্ত গাড়ি থেকে ওঠানামায় নিষেধ করছি। নিষেধ করছি, গাড়িতে অতিরিক্ত মালামাল পরিবহন ও মালবাহী গাড়িতে যাত্রী হয়ে না উঠতে। সেই সঙ্গে পথচারীদের ফুটপাত দিয়ে চলাচল ও রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য সতর্ক করছি।’অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মারুফ হোসেন, সওজের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন ও বরিশাল প্রেস কাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।সভায় স্বাগত বক্তব্য দেন বরিশাল বিআরটিএয়ের উপপরিচালক জিয়াউর রহমান। এ সময় গাড়ির মালিক, শ্রমিক ও নেতারা উপস্থিত ছিলেন।