বরিশাল ব্যুরো : নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ কেজি গাঁজাসহ দম্পতিকে আটক করা হয়েছে। গতকাল (২৭ মার্চ) সন্ধ্যায় নগরীর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক হরিদাস নাগ এর নেতৃত্বে এস আই ফিরোজ আলমসহ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দম্পতিকে আটক করা হয়।ডিবি পুলিশ সূত্রে জানা যায়,অভিযানে আটককৃতরা হচ্ছে মোঃ নাজমুল আলম প্রকাশ রাজু (২৯) এবং তার স্ত্রী মোসাঃ হালিমা বেগম (২৫)।তাদের দুজনের বাড়ি বন্দর নগরী চট্টগ্রামে। এছাড়াও তাদের থেকে গাঁজা বিক্রয়ের কাজে ব্যবহৃত মোবাইল ফোন সেট জব্দ কুরা হয়।এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক(এসআই) ফিরোজ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।